1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 25, 2024, 9:19 pm

নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, শনাক্ত ১০৬

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Friday, August 6, 2021
  • 270 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে একদিনে করোনা উপসর্গ নিয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৮ হাজার ৭ জনে। সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় অ্যান্টিজেনে মোট ৩৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় ১০৬ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৩০ শতাংশ।
শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩৩ জন, রায়পুরায় ৮ জন, বেলাবতে ১৮ জন, মনোহরদীতে ৩, শিবপুরে ৩১ জন ও পলাশে ১৩ জন। এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪৩৭২ জন, শিবপুরে ৯৫৬ জন, পলাশে ১২৭৩ জন, মনোহরদীতে ৪২১ জন, বেলাবোতে ৫৩৪ জন ও রায়পুরাতে ৪৫১ জন। নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩৯ হাজার ৯৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২২৬৭ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৭০ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২১৯৭ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৫, পলাশে ০৭, বেলাব ০৮, রায়পুরা ০৯, মনোহরদী ০৬ ও শিবপুরে ১০ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন