ডেস্ক রিপোর্ট: নরসিংদীর শিবপুর উপজেলার ৯টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৭ আগষ্ট) সকালে উপজেলার পুটিয়া ও আইয়ুবপুর ইউনিয়নে গণটিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার ওসি সালাহউদ্দিন মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ, আইয়ুবপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ, পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply