আল-আমিন মিয়া: নরসিংদীর পলাশে আশ্রয়ণ প্রকল্পের মানুষদের টিকা দেওয়ার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ‘কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২১’ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার জিনারদী ইউনিয়নে গণটিকাদান কার্যক্রমটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা আফসানা চৌধুরী (পিএএ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রথম দিনের এই টিকাদান কর্মসূচিতে উপজেলার চারটি ইউনিয়নে ও একটি পৌরসভার মোট ৩ হাজার মানুষ ‘কোভিড-১৯ ভ্যাকসিনেশন (টিকা) পাবে। আগামী ১২ আগস্ট পর্যন্ত ছয় দিন পর্যায়ক্রমে টিকা পাবেন গ্রাম, শহর ও দুর্গম এলাকার মানুষ।
Leave a Reply