স্টাফ রির্পোটার: নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বার এডহক কমিটি গঠন করা হয়েছে। শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির ব্যক্তিগত কর্মকর্তা, লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল্লা আল মঈন ঝুটন বড় মামা বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আবদুল বাতেন বি এস সি পুনরায় সভাপতি (২য় বার), শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি (২য় বার), লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে বিদ্যালয়ের অভিভাবক মো. আনিসুর রহমান ভুইয়া আল আমিনকে অভিভাবক সদস্য (২য় বার), কানিজ ফাতেমাকে শিক্ষক প্রতিনিধি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল বাশার দুলালকে সদস্য সচিব মনোনীত করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি ৬ আগষ্ট ২০২১ খ্রিঃ অনুমোদন প্রদান করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিদ্যালয় পরিদর্শক।উল্লেখ্য করোনা ভাইরাসের কারনে বিদ্যালয় বন্ধ থাকা এবং শিক্ষা বোর্ডের নিষেধাজ্ঞায় গত এডহক কমিটি নিয়মিত কমিটি গঠনের নির্বাচনের কাজ করতে পারেনি। তাই কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুনভাবে দ্বিতীয়বার এডহক কমিটি গঠনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষা বোর্ডের অনুমতির জন্য আবেদন করেন।উক্ত আবেদনের প্রেক্ষিতে শিক্ষা বোর্ড এডহক কমিটি গঠনের জন্য অনুমতি প্রদান করেন। উক্ত অনুমতির পর প্রধান শিক্ষক যথাযথ নিয়ম অনুসরণ করে শিক্ষা বোর্ডে প্রস্তাব পাঠালে বিদ্যালয় পরিদর্শক উক্ত কমিটি অনুমোদন প্রদান করেন।
Leave a Reply