1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
December 1, 2023, 6:10 am

দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে দেশও তত উন্নত হবে -শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন

Reporter Name
  • Update Time : Sunday, August 8, 2021
  • 244 Time View

স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, শেখ হাসিনার হাত ধরে এই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাকে অব্যহত রাখাতে দেশের প্রত্যেকটি রাস্তা সংস্কার করা হচ্ছে। কারণ দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে দেশও তত উন্নত হবে। রবিবার দুপুরে মনোহরদী উপজেলার সাভারদিয়া মোড়ে জিসি- সাভারদিয়া আর এন্ড এইচ সড়ক প্রশস্তকরণ সহ মেরামত কাজের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুকুন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনামুল হক কামালের সঞ্চালনায়, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রিয়াজউদ্দিন এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা প্রকৌশলী আবদুস সাকের, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বজুলুল হক বজলু, প্রেস ক্লাবের সভাপতি শ্যামল মিত্র, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান শফিকুল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তৌহিদুল আলম, স্থানীয় ইউপি সদস্য ওসমানগনী, ইউপি সদস্য জামাল উদ্দিন তুফান সহ উপজেলা আ.লীগের আন্যান্য নেতৃবৃন্দ। এসময় তিনি আরো বলেন, একটি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মধ্যদিয়ে ওই এলাকার উন্নয়ন হয়। এই সময় সরকারের সকল উন্নয়ন মূলক কাজে সকলকে সহযোগিতা করার আহব্বান জানান মন্ত্রী। মন্ত্রী আরো বলেন, আওয়ামীলীগ সরকার গনমানুষের সরকার, গরিব দুঃখিদের সরকার। নতুন উদ্বোধনকৃত প্রায় ৬ কি.মি এই রাস্তার কাজে ব্যায় হবে প্রায় ৮ কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে সড়কটি প্রশস্তকরণ সহ মেরামত কাজটি করছেন মেসার্স শামীম কনস্ট্রাকশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category