শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে এনজিও পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্থ, দুস্থ ও অসহায় সদস্য ১০০ পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পূবালী ব্যাংকের সহযোগিতায় সোমবার (৯ আগষ্ট) সকালে উপজেলার ধানুয়া শাখায় ৫০ জন ও ইটাখোলায় ৫০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. শাহরুখ খান। ইটাখোলা শাখায় উপস্থিত ছিলেন পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসানউল সানি এলিছ।
পপির নরসিংদী রিজিওন কর্মসূচী ব্যবস্থাপক মো. চঞ্চল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী কর্মসূচী ব্যবস্থাপক মো. রেজাউল করিম সঞ্চালনায় এসময় আরোও উপস্থিত ছিলেন আসম নির্বাহী পরিচালক সৈয়দ আমজাদ হোসেন (রাজু), পপি সিনিয়র অডিট অফিসার সৈয়দ সোহেল মনোয়ার ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম প্রমুখ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ১০ কেজি, ডাল ১ কেজি, আলু ৫ কেজি, লবন ১ কেজি, সোয়াবিন তেল ১ লিটার ও গোসলের সাবান ১টি, হুইল সাবান ২টি ও মাষ্ক ৪টি।
এছাড়াও নরসিংদীর মধাবদী ২ শাখায় ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পপি নরসিংদী রিজিওন।
Leave a Reply