হলধর দাস: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নরসিংদীতে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।
এ উপলক্ষে নরসিংদীতে দিনব্যাপী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল- ১আগস্ট থেকে ১৪ আগস্ট’২০২১ সময়ের মধ্যে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ আলোচনা সভা, কবিতা পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার দেখা নয়া চীন ও বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক শিশুদের জন্য প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক ২৬টি গ্রন্থ পাঠ চক্রের আয়োজন করা এবং পুরস্কার প্রদানের ক্ষেত্রে এ সকল বই অগ্রাধিকার ভিত্তিতে প্রদান; হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগিতা, ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তি ও অন্যান্য প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান; গ্রুপ ভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সরকারি শিশু পরিবারে শারীরিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন।
১৫ আগস্ট সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়; সকাল সাড়ে ৬ টায় স্বাস্থ্যবিধি মেনে, শারীরিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে সরকারি দপ্তর কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত ‘জয় বাংলা চত্বরে’ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ; সকাল ৭টায় স্বাস্থ্যবিধি মেনে, শারীরিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক জেলা মুক্তিযোদ্ধা সংসদে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ; সকাল ১০টায় স্বাস্থ্যবিধি পরিপালন করে সীমিত পরিসরে বিনামূল্যে বীর মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ নরসিংদী শিশু একাডেমি প্রাঙ্গনে মেডিকেল চেক আপ করা; সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস-২০২১ পালন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা সভা; সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দির, গীর্জা এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা; জেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে বিনামূল্যে মাক্স বিতরণ; বিকেল ৪ টায় জেলা শিশু একাডেমী মিলনায়তনে স্বাস্থ্যবিধি পরিপালন করে সীমিত পরিসরে জাতীয় শোক দিবস ২০২১ পালন উপলক্ষে আলোচনা সভা; স্থানীয় ক্যাবল টিভি ও ডিজিটাল ডিসপ্লেতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী এবং জেলা প্রশাসনের ওয়েবসাইটে অনলাইনে জেলা প্রশাসনের ওয়েবসাইটের মাধ্যমে মাসব্যাপী বঙ্গবন্ধুকে নিয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন।
জেলা শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, বীর মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার্স ফোরাম নরসিংদী শাখার সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ।
অপর দিকে জেলা আওয়ামীলীগ দু’ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নরসিংদী সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা লে.কর্নেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক এর নেতৃত্বে শ্রমিকলীগ, কৃষকলীগ ও শহর আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বুকে কালো ব্যাচ ধারন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা, কাঙ্গালী ও গণভোজ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল ছিল উল্লেখযোগ্য।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভার মেয়র শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু’র নেতৃত্বে অপর গ্রুপ একই রকম আয়োজনে কর্মসূচী পালন করে।
Leave a Reply