স্টাফ রিপোর্টার: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদীতে নরসিংদী জেলা ন্যাপ, কমিউনিস্ট পার্টি গেরিলা বাহিনীর শ্রদ্ধাঞ্জলি অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে ৭টায় গেরিলা বাহিনীর সদস্য শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহার নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে এবং জেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে স্থাপিত জেলা অস্থায়ী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে সদস্যবৃন্দ পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অন্যান্য নেতাদের মধ্যে নিবারণ রায়, দিলীপ কুমার সাহা, হলধর দাস প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply