স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের চাপায় রোকেয়া বেগম (৫৫) ও আনোয়ারা বেগম (৬৫) নামে দুই পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী যাত্রীবাহী বাসটিতে ভাংচুর চালায়, পরে এতে আগ্নিসংযোগ করে। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার হাজী বাগান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলো- শিবপুর উপজেলার শ্রীফুলিয়া গ্রামের কিতাব আলীর স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও একই উপজেলার সৃষ্টিঘর এলাকার কাজী আয়েছ আলীর স্ত্রী অনোয়ারা বেগম (৬৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার হাজী বাগান এলাকায় পৌছলে রাস্তা পারাপারের সময় পথচারী রোকেয়া ও আনোয়ারাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের দুই জনের মৃত্যু হয়। এসময় বাসের ধাক্কায় আহত হয় তানজিনা (১৫) নামে অপর একজন। দূর্ঘটনার পর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় চালককে ধাওয়া দেয় স্থানীয়রা। চালক পালিয়ে যায়। পরে উত্তেজিত এলাকাবাসী বাসটিতে ভাংচুর চালায় এবং পরে অগ্নিসংযোগ ঘটনায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার প্রায় ঘন্টা খানেক পর দমকল বাহিনি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রনে আনে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নূর হায়দার তালুকদার জানান, দূর্ঘটনায় দুইজন পথচারী নিহত হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে অগ্নিসংযোগ ঘটায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আমরা ঘাতক বাসটিকে আটক করেছি।
Leave a Reply