1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 24, 2024, 7:36 am

নরসিংদীতে একদিনে ১৪৭ জনের করোনা শনাক্ত

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Sunday, August 22, 2021
  • 325 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে একদিনে ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় মোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৩০০ জনে। রোববার সকালে নরসিংদীর সিভিল সার্জন নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৯৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আরটিপিসিআর ল্যাবে ৫৫৭টি পরীক্ষায় ১২৬ জনের ও ১৩৮টি অ্যান্টিজেন পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৮৮ জন, রায়পুরায় ৩ জন, বেলাবতে ৩ জন, মনোহরদীতে ১ জন, শিবপুরে ৪২ ও পলাশে ১০ জন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ৮৩ জন মারা গেছেন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৭, পলাশে ১২, বেলাবতে ৯, রায়পুরায় ৭, মনোহরদীতে ১১ ও শিবপুরে ৭ জন রয়েছেন। অন্যদিকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৪৪ জন।
জেলায় এখন পর্যন্ত মোট ৪৮ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ৩০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৫ হাজার ৫০৪ জন, শিবপুরে এক হাজার ২৬০, পলাশে এক হাজার ৫২৬, রায়পুরায় ৫৬২, বেলাবতে ৬৬০ ও মনোহরদীতে ৭৮৪ জন শনাক্ত হয়েছেন। সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৮৭১ জন। তাদের মধ্যে কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ৪৯ জন চিকিৎসাধীন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও ৩৭ জন। নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ১৮২২ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন