1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
December 8, 2023, 10:29 am

ভৈরবে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : Monday, August 23, 2021
  • 285 Time View

এম আর ওয়াসিম, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ১৮.৮ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। গতকাল ২৩ জুন সোমবার ভোরে শিবপুর ইউনিয়নের শম্ভুপুর গ্রামের রেলগেইট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে ময়মনসিংহ গামী একটি ট্রাক তল্লাশী করে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায় যে, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন শম্ভুপুর গ্রামের রেলগেইট সংলগ্ন ভৈরব-ময়মনসিংহ সড়কের ময়মনসিংহ গামী লেনের উপর অভিযান পরিচালনা করে খাইরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে পিকআপ ভ্যানসহ আটক করে। পরে পিকআপ ভ্যান তল্লাশী করে প্লাস্টিকের ড্রামের ভিতরে ১৮.৮ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃত খাইরুল ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার সাকোয়া এলাকার হাবিল মিয়ার পুত্র বলে জানা যায়। এসময় ধৃত আসামীর নিকট হতে ১৮.৮ কেজি গাঁজা, ১ টি পিকআপ ভ্যান ও প্লাস্টিকের ১২টি ড্রাম উদ্ধার করে জব্দ করা হয়।
র‌্যাব সূত্রে আরো জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category