রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলায় চাহিদার চেয়ে প্রায় সাড়ে তিন হাজার মেট্রিক টন মাছ বেশী উৎপাদিত হচ্ছে। শনিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ ইং উপলক্ষে উপজেলা মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাবিব ফরহাদ আলম। এ সময় তিনি আরো জানান এ উপজেলায় তের হাজার মেট্রিক টন মাছের চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে এখন সাড়ে ষোল হাজার মেট্রিক টন মাছ। এর আগে বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, এ স্লোাগনের আলোকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ ইং এর সপ্তাহ ব্যাপী কর্মসূচী পাঠ করে শোনান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য অফিসার মোঃ শহিদুল হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply