1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
December 3, 2023, 7:50 am
সর্বশেষ সংবাদ
ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প নূর চৌধুরীর প্রত্যর্পণ কি অসম্ভব? জলবায়ু বিপর্যয় রোধে লড়াইয়ের দায়িত্ব ভুক্তভোগীদের হাতে দেওয়ার আহ্বান বাংলাদেশে মার্কিন প্রেসিডেন্টের মেমোর প্রভাব নিয়ে আলোচনার গুরুত্ব ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেতাদের বাড়ি বাড়ি হামলার গুজব সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকার জিরো টলারেন্স নীতিকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন বিএনপির হরতাল-অবরোধে ৫১৯টি যানবাহন ও স্থাপনায় আগুন-ভাঙচুর সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ? কারণটা কী?

রায়পুরায় একটি প্রভাবশালী মহলের দখলে ইউনিয়ন পশু সম্পদ উন্নয়ন কেন্দ্র চরম দুর্ভোগে জনসাধারণ

Reporter Name
  • Update Time : Wednesday, September 1, 2021
  • 262 Time View

সংবাদদাতা: নরসিংদী রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের অর্থায়নে লক্ষীপুর ৮ নং ওয়ার্ডে জনকল্যাণে একটি পশু সম্পদ উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। ২০০৩ সালে তৎকালিন ইউপি চেয়ারম্যান ও বর্তমান রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাদেক ও অন্যান্য জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় লক্ষীপুর ভূইয়া বাড়ি কবরস্থান সংলগ্ন সরকারি খাস জায়গায় গড়ে তুলেন পশু সম্পদ উন্নয়ন কেন্দ্রটি। অনুসন্ধানে জানা যায়, সাবেক মেম্বার ইদ্রিস তালুকদার ৬ মাস পূর্বে স্থাপনাটি ভেঙে অবৈধভাবে দখলে নিয়ে বাণিজ্যিক ভাবে একটি কোচিং সেন্টার ও হোমিওপ্যাথিক ফার্মেসি ভাড়া দেন। এ নিয়ে স্থানীয় শিক্ষিত সুশীল সমাজের মধ্যে আলোচনার ঝড় উঠে। সম্প্রতি সংস্কারের নামে বাণিজ্যিক মার্কেটে পরিণত করে। এই বিষয়ে স্থানীয় শিক্ষিত সুশীল সমাজের ব্যক্তিবর্গ রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সারা জাগায়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলেও জানা যায়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তপন জানান, এই বিষয়ে রায়পুরা উপজেলার এসিল্যান্ড মহোদয় আমাকে পশু সম্পদ উন্নয়ন কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানাতে নির্দেশ দেন এবং আমি সেই মোতাবেক ইদ্রিস তালুকদারের কাছ থেকে জানতে পারি যে, একটি পশু সম্পদ উন্নয়ন কেন্দ্র ছিল, সেখানে কোন ডাক্তার না থাকায় তিনি উক্ত প্রতিষ্ঠানটি সংস্কার করেছে বলে জানান এবং যদি কোন ডাক্তার আসেন প্রয়োজন হলে আরও বেশী জায়গা দিবে বলেও আশ্বাস দেন। এই প্রতিবেদককে ইদ্রিস তালুকদার জানান, তিনি এই সম্পত্তি ক্রয়সূত্রে মালিক। প্রকৃতপক্ষে মালিকানার কোন দলিল দেখাতে পারেনি। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাদেক প্রতিবেদককে জানান, সরকারি খাস জায়গায় গড়ে তোলা হয়েছে পশু সম্পদ উন্নয়ন কেন্দ্রটি। বাণিজ্যিক ভাবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এর সুবিধা বা ভোগ দখল করতে পারে না। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন জানান, বিষয়টি শুনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিচ্ছি। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে যোগাযোগ করিলে তিনি যত দ্রুত সম্ভব এর সমাধানের লক্ষ্যে নির্দেশ প্রদান করেছেন বলে জানান। এলাকার সাধারণ জনগনের দাবি পশু সম্পদ উন্নয়ন কেন্দ্রটি দখলকারীদের হাত থেকে উদ্ধার করে পুণরায় চালু করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করছে জনসাধারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category