1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 24, 2024, 1:37 pm

রায়পুরার ইউএনওর হস্তক্ষেপে অবশেষে নিরসন হতে যাচ্ছে বীরকান্দি গ্রামবাসীর দাবী

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Sunday, September 12, 2021
  • 283 বার দেখা হয়েছে

মেহেদী হাসান রিপন: নরসিংদীর রায়পুরায় অবশেষে ইউএনওর হস্তক্ষেপে নিরসন হতে যাচ্ছে হাইরমারা ইউনিয়নের বীরকান্দি উত্তর পাড়া গ্রাম বাসীর দাবী। গত শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন সরেজমিনে গিয়ে তাদের দাবী নিরসনের উদ্যোগ গ্রহণ করেন।
জানা যায়, বীরকান্দি আশরাফুল উলুম মাদ্রাসার ভিতর দিয়ে ঔ গ্রামাবাসীর চলাচলের একমাত্র সড়কটি বন্ধ করে দেন মাদ্রাসা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবী মাদ্রাসার নিরাপত্তার কথা চিন্তা করে তারা এ ব্যবস্থা নিয়েছেন। কিন্তু গ্রামবাসীদের দাবী তাদের দীর্ঘদিনের চলাচলের সড়কটি মাদ্রাসা কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ায় বিকল্প সড়ক দিয়ে চলাচলের বিঘœ ঘটছে। ফলে দুই পক্ষের মধ্যেই এ বিষয়ে জটিলতা সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন জানতে পেরে তিনি সরেজমিনে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে এ জটিলতা নিরসনের উদ্যোগ গ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন