1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 23, 2024, 12:34 pm

পুলিশি কার্যক্রম স্থানান্তরিত হওয়ায় বিপাকে মাধবদীর ব্যবসায়ীরা

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Friday, September 17, 2021
  • 309 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: পুলিশি কার্যক্রম স্থানান্তরিত হওয়ায় বিপাকে পড়েছে প্রাচ্যের ম্যানচেষ্টার খ্যাত নরসিংদীর মাধবদী বাজারের ব্যবসায়ীবৃন্দ। স্বাধীনতার পর থেকে মাধবদী বাজারের মাঝখানে পুলিশ ফাঁড়ির মাধ্যমে চালু ছিলো পুলিশি কার্যক্রম। যার ফলে বাজারের মধ্যেই গড়ে ওঠে ৫০টিরও অধিক ব্যাংকসহ আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান। মাধবদীকে থানা ঘোষণার পর জায়গা সংকুলান না হওয়ায় থানার কার্যক্রম বাজার থেকে স্থানান্তর করে হাইওয়ের পাশে নতুন ভবনে শুরু করা হয়।
মাধবদী বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের অন্যতম বানিজ্যিক শহর নরসংদীর মাধবদী। স্বাধীনতার পরে এই বাজারের মধ্যে প্রায় ৩০ শতাংশ জায়গা নিয়ে গড়ে তোলা হয় মাধবদী পুলিশ ক্যাম্প। এই মাধবদীতেই অবস্থিত দেশের সর্ববৃহত পাইকারি কাপড়ের হাট বাবুরহাট। প্রতিদিন মাধবদীতে লেনদেন হয় প্রায় শতকোটি টাকা। মাধবদী বাজারের মধ্যে থানা পুলিশের কার্যক্রম থাকায় এতদিন নির্বিঘ্নে লেনদেন করেছেন তারা। কিন্তু ২০১৬ সালে মাধবদীকে থানায় উন্নিত করা হলে দীর্ঘ চার বছর এই ভবনেই থানার কার্যক্রম পরিচালনা করা হয়। পরবর্তীতে জায়গার সংকুলান না হওয়ায় থানার কার্যক্রম স্থানান্তরিত করে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নিয়ে যাওয়া হয়। থানা ভবন বাজার থেকে দুরে অবস্থিত হওয়ায় বর্তমানে চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েছে বলেও জানান তারা। জানমালের নিরাপত্তার স্বার্থে থানার পুরাতন ভবনে পুনরায় শহর পুলিশ ফাঁড়ির কার্যক্রম চালু করার দাবী তাদের।
এদিকে বাজার থেকে থানার কার্যক্রম দূরে হওয়ায় নিরাপত্তাহীনতায় থাকতে হয় বলে জানিয়েছেন বাজারের অবস্থিত ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। ইসলামী ব্যাংক এর মাধবদী শাখার প্রধান মো. মতিউর রহমান জানান, পূর্বে বাজারে সব সময় পুলিশের চলাফেরা থাকায় স্বাচ্ছন্দে লেনদেন করতে পারতেন গ্রাহকরা। কিন্তু বর্তমানে অজানা আতংক বিরাজ করছে তাদের মধ্যে। ডাচ বাংলা ব্যাংক এর মাধবদী শাখার ম্যানেজার মো. হাবিবুর রহমান জানান, ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য নিরাপত্তার ব্যাবস্থা জোরদার থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাজারের মধ্যে পুলিশ ফাঁড়ি থাকলে ব্যাংকিং কার্যক্রম আরো সহজ হবে বলেও জানান তিনি।
মাধবদী বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শাফি উদ্দিন ও সহসভাপতি জসিম উদ্দিন ভূইয়া জানিয়েছেন, থানার কার্যক্রম বাজার থেকে হাইওয়ের পাশে নিয়ে যাওয়ার পর বেশ কয়েকবার পুলিশ সুপারের কাছে পুরাতন থানা ভবনে পুলিশি কর্যক্রম চালু করার জন্য দাবি জানানো হয়েছে। পুরাতন থানা ভবনে বাজার পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে ব্যাবসায়ীরা নির্বিঘেœ ব্যাবসা করতে পারবে বলেও জানান তারা।
মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক জানিয়েছেন, বাজারের সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশ ফাঁড়ির কার্যক্রম চালু করা ব্যাবসায়ীদের একটি ন্যায্য দাবি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের কাছে ফাঁড়ির কার্যক্রম শুরু করার জোর দাবি জানান। এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)এনামুল হক সাগর মানবকণ্ঠকে জানিয়েছেন যেখানে পূর্বে থানা ছিল সেখানে বর্তমানে বিট পুলিশিং কার্যক্রম চলমান রয়েছে। ব্যাবসায়ীদের আতঙ্কিত না হয়ে কোন ধরনের শংকা দেখা দিলে বিট পুলিশিং কার্যালয়ে গিয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার কাছ থেকে সেবা নেওয়ারও আহবান জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন