1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 18, 2024, 5:41 pm
সর্বশেষ সংবাদ
উপজেলা নির্বাচনে শুধু প্রার্থী নয়, যে কেউ প্রভাব বিস্তার করবে তার বিরুদ্ধেও পদক্ষেপ নেয়া হবে: ইসি মো. আলমগীর নরসিংদী জেলা পুলিশের নিয়মিত অভিযানে ১১ কেজি গাঁজা ও ১০৫ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ০৩ নরসিংদীতে ইউপি সদস্য খুন ‘ইসমাইলকে জিজ্ঞাসাবাদ করলেই জড়িত সবার নাম-পরিচয় জানা যাবে’ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারে বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ৯৮ ব্যাচ বন্ধুদের সংবাদ সম্মেলন মাধবদীর নুরালাপুরে ভূমি দস্যু ও মামলাবাজ আনজত আলীর অত্যাচারে অতিষ্ঠ জনসাধারণ রায়পুরায় বজ্রপাতে একজন নিহত নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চুর সফলতার ৩ বছর উৎযাপন শিবপুরে সৎ মায়ের নির্যাতনে শিকার ৩ ভাই ঘর ছাড়া মেলায় দৌলতপুর ইউপি সদস্যের জুয়ার আসর!! রায়পুরা জোর পূর্বক জমি দখলের অভিযোগ

নরসিংদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Friday, September 17, 2021
  • 312 বার দেখা হয়েছে

হলধর দাস: সরকারী বিধি মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে কিনা তা তদারকি করতে বুধবার (১৫/৯/২০২১) নরসিংদী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। সকাল পৌনে ১০টায় তিনি নরসিংদী এন কে এম স্কুল এন্ড হোমস্ দর্শন করেন। এরপর সেখান থেকে তিনি সদর উপজেলার নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাটিরপাড়া কে কে উচ্চ বিদ্যালয় স্কুল, পাচদোনা স্যার কে জি গুপ্ত উচ্চ বিদ্যালয়সহ মনোহরদীর একদোয়ারিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।


এসময় সাথে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন উইং এর পরিচালক প্রফেসর মো. আমির হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্থ ও ক্রয় শাখার পরিচালক প্রফেসর মো. সিরাজুল ইসলাম খান,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মনোয়ার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, এনকেএম হাইস্কুল এন্ড হোমস এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামাল হোসেন প্রমুখ।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন,শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরণের ব্যবস্থা গ্রহণ কার হয়েছে।সকর প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলেও জানান তিনি। পরে তিনি জেলার বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করেন।
ঝড়েপরা শিক্ষার্থীদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের ১৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতি ডাটা সংগ্রহ করা হয়েছে। সেখানে প্রাপ্ত ডাটা অনুযায়ী উপস্থিতি সন্তোষজনক। এরপরও যারা ঝড়েপরেছে তাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন