1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 19, 2024, 10:45 pm
সর্বশেষ সংবাদ
নরসিংদীতে ৪২ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের ‘হস্তক্ষেপ’ ঠেকাতে কঠোর আওয়ামী লীগ তৈরি পোশাকে শুল্কের বিরোধিতায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা কক্সবাজারের পর্যটন সম্ভাবনা স্মার্ট বাংলাদেশ:  খেলাধুলা করে কেউ খালি হাতে ফিরে যায় না আগে ঘরের ছেলেরা নিরাপদে ঘরে ফিরুক উপজেলা নির্বাচনে শুধু প্রার্থী নয়, যে কেউ প্রভাব বিস্তার করবে তার বিরুদ্ধেও পদক্ষেপ নেয়া হবে: ইসি মো. আলমগীর নরসিংদী জেলা পুলিশের নিয়মিত অভিযানে ১১ কেজি গাঁজা ও ১০৫ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ০৩ নরসিংদীতে ইউপি সদস্য খুন ‘ইসমাইলকে জিজ্ঞাসাবাদ করলেই জড়িত সবার নাম-পরিচয় জানা যাবে’ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারে বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ৯৮ ব্যাচ বন্ধুদের সংবাদ সম্মেলন

বেলাব উপজেলার অবহেলিত এক জনপদ বিন্নাবাইদ ইউনিয়ন

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Sunday, October 3, 2021
  • 564 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট:নরসিংদী জেলার বেলাব উপজেলা,প্রায় আড়াই হাজার বছরের দূর্গ নগরী আর ঐতিহ্যে ভরপুর অপার সম্ভাবনাময় এক উপজেলা। বেলাবরের সবজি, বাহারি ফল, লটকন, আম আর কাঁঠাল সারাদেশে বিখ্যাত। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে নানা ধরণের কৃষি পন্য, কুটির শিল্প সামগ্রী, ফল ফলাদি, পাট ইত্যাদি উৎপাদিত হয়। এসব উৎপাদিত সবজি, ফল ও ফসল দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয়। তাছাড়া এখানকার প্রত্যেক ইউনিয়নে চাকরিজীবী, ব্যবসায়ী সহ নানা শ্রেণি পেশার মানুষ বিভাগীয় শহর, জেলাসদর ও উপজেলা সদরে যাতায়াত করে নিয়মিত। এ উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে ৭ টি তেই রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও বাজারের মোটামুটি উন্নয়ন হলেও বিন্নাবাইদ ইউনিয়নে তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। নানা ধরণের সবজি, বিভিন্ন ফসল ও কুটির শিল্পে বেশ সমৃদ্ধ এ ইউনিয়নের রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন, পুরাতন স্থাপনার আধুনিকায়ন, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এসবে উন্নয়নের ছোঁয়া লাগেনি একটুও। উপজেলা সদরের সাথে যোগাযোগের যে সড়কটি আছে তাও রাধাখালি ব্রিজের পরে বেহাল অবস্থা। বেলাব উপজেলার সবচেয়ে বড় ও জনবহুল এ ইউনিয়নের অধিকাংশ রাস্তা কাঁচা। পুরো বর্ষা মৌসুমে রাস্তা হাঁটুসম কাঁদায় জন দুর্ভোগ চরমে থাকে। শিক্ষক শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার মানুষ চরম কষ্টে চলাচল করে। তাছাড়া রাস্তার উপরে নির্মিত কালভার্ট ও ছোট ব্রিজগুলো ভেঙে গিয়ে বেশ কয়েক স্থানে যানবাহন, মানুষ চলাচল প্রায় বন্ধ। ইউনিয়নের রাঁধাখালী থেকে চরছায়েট, লতিফপুর থেকে কাসিম নগর, রাজামপুর থেকে বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ থেকে গোশলা কান্দা, ৭ নং রোড হইতে লতিফপুর এবং কাশিম নগর সংযোগ সড়ক, চরছায়েট উওর পাড়া বিন্নাবাইদ সড়ক, চর কাশিম নগর পাকা রোড হতে ছায়ান কেন্দ্র পর্যন্ত, রাজারাম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে লতিফপুর সংযোগ সড়ক, কাশিম নগর নতুন মোড় হতে মেরাতলী সুইজ গেইট, জহুরিয়া কান্দা হতে মেরাতলী পর্যন্ত এসব গুরুত্বপূর্ণ রাস্তায় সব কাঁচা হওয়ায় সামান্য বৃষ্টি হলেই এসব পানিতে একদম চলাচল অনুপযোগী হয়ে যায়। রাঁধাখালী বাজার, কাশিম নগর বাজার, নতুন বাজারসহ সবগুলো গুরুত্বপূর্ণ বাজার ব্যক্তি উদ্যোগের বাইরে সরকারি উদ্যোগে উন্নয়ন জরুরি। তাছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সরকারি আধা-সরকারী প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন জরুরি। এলাকার ভুক্তভোগী জামান মিয়া জানান, দীর্ঘদিন ধরে অনুন্নত এ বিন্নাবাইদে আমরা বড় বিপদে। অন্যান্য এলাকায় এক গাড়ি ইট আনতে ১৭ হাজার টাকা লাগলেও আমাদের ২০ হাজার টাকা লাগে। অর্থাৎ তিন হাজার টাকা জরিমানা লাগে। সচেতন নাগরিক ও সমাজকর্মী সোহেল রানা সরকার জানান, বহুজনের নিকট, জনপ্রতিনিধিদের নিকট, বিভিন্ন দফতরে অসংখ্যবার দাবি জানিয়েও কোন কাজ হয়নি। বিন্নাবাইদ যেন বেলাব উপজেলার বিচ্ছিন্ন এলাকা। সব ইউনিয়নে উন্নয়ন হলেও এখানে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন