1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 25, 2024, 9:36 am

নরসিংদীতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Thursday, October 7, 2021
  • 236 বার দেখা হয়েছে

হলধর দাস: বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ নরসিংদী জেলা শাখার উদ্যোগে চার দফা দাবী আদায়ের লক্ষ্যে দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার নরসিংদী প্রেসক্লাবের সামনে সকাল ১১ টা থেকে ঘন্টাকালব্যাপী বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রিয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌঃ বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব। বিশেষ অতিথি ছিলেন সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রকৌঃ আব্দুল খালেক আকন্দ, সংগ্রাম পরিষদের যুগ্ম সদস্য সচিব মোঃ এনামুল হক, বেঙ্গল ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ কে. এম. জিয়াউল হক মারুফ ও অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ প্রকৌঃ মোঃ এনামুল হোসাইন।
কতিপয় আমলাচক্র কর্তৃক দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন ভাবে অবমূল্যায়নসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌঃ মোশফিকুর রহমান খান (আঙ্গুর), সাধরণ সম্পাদক প্রকৌঃ মোঃ মনিরুজ্জমান, সংগ্রাম পরিষদ, নরসিংদী জেলার আহ্বায়ক প্রকৌঃ রোটাঃ মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক প্রকৌঃ মোঃ মোখলেছুর রহমান, সদস্য সচিব প্রকৌঃ মোখলেছুর রহমান ভূঞা, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌঃ মোবারক হোসেন, নরসিংদী সরকারি পলিটেকনিকের সাবেক ছাত্র নেতা বর্তমানে নরসিংদী সদর আইডিইবির সহ সভাপতি প্রকৌঃ মোঃ রুহুল আমিন কাউছার প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, কারিগরি আমলাচক্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রকৌশলী শব্দটি ব্যবহার করতে না দেওয়া ও উপসহকারী প্রকৌশলী পদ বাতিল এবং তাদের ৪ বছরের কোর্সকে ৩ বছরে অবনমিত করার ঘৃন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এছাড়াও পেশাগত বিভিন্ন সমস্যা সমাধানে দেশের প্রধানমন্ত্রীর সুষ্পষ্ট নির্দেশনাসহ আন্তঃ মন্ত্রণালয়ের সুপারিশ থাকা সত্বেও কুচক্রীমহল কুট কৌশলের মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টিতে মত্ত রয়েছেন।
মানববন্ধনে বক্তাগণ এ সকল ষড়যন্ত্রসহ তাদের ন্যায়সংগত ৪ দফা দাবি দ্রত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর নরসিংদীর জেলা প্রশাসকের মাধ্যমে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন