1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
March 29, 2024, 5:21 am
সর্বশেষ সংবাদ
বিএটি বাংলাদেশের ৫১তম এজিএম অনুষ্ঠিত অসতর্ক পারাপারের সময় রেললাইনে পা দিতেই ট্রেনের ধাক্কায় মৃত্যু দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ করলেন আসাদুজ্জামান আসাদ মানুষের অধিকার আদায়ে রাজপথে থাকবো: ড.মঈন খান রায়পুরার বারৈচা বাসস্ট্যান্ড রোড যেন মরণ ফাঁদ সামান্য বৃষ্টিতে রাস্তা পুকুরে পরিণত মুক্তিযুদ্ধের অন্যতম বিরাঙ্গানাদের সম্মাণনার দাবী আপনার দৈনন্দিন জীবনকে আরও রঙিন করে তুলতে গ্যালাক্সি এ১৫ ৫জি পাওয়া যাবে দুর্দান্ত রঙ ও ডিজাইনে প্রাইস শুরু ৩১,২৯৯ টাকা থেকে! দেশের বাজারে ইনফিনিক্সের নোট ৪০ সিরিজ নবীনগরে পুকুর থেকে কচুরিপানা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু! চীনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস উদযাপন দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই -নরসিংদীর জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Thursday, October 14, 2021
  • 270 বার দেখা হয়েছে

মো: জসিম উদ্দিন: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ উদযাপন উপলক্ষে নরসিংদীর জেলা প্রশাসন গতকাল বুধবার নরসিংদী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। বক্তব্য রাখেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম, নরসিংদীর ডিডিএলজি ভূইয়া মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকী।
নরসিংদীর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো: নুরুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, সর্বপ্রথম আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে দুর্যোগ প্রশমন বিষয়ের উপর বিভিন্ন দিক উপস্থাপন ও স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা মো: নোমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বক্তৃতায় বলেন, দুর্যোগ মোকাবেলায় সচেতনা ও প্রস্তুতির বিকল্প নেই। আমাদের মাঝে যে কোন দুর্যোগ আসতে পারে এজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সচেতন থাকতে হবে। তবে পূর্বের চেয়ে এখন দুর্যোগ মোকাবেলায় অনেকাংশে প্রস্তুতি বেড়েছে। ১৯৭০ সালে ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল আমাদের উপকূলীয় এলাকায়। এরপর থেকে আমাদের মাঝে সচেতনতা ও প্রস্তুতি অনেক বেড়েছে। বক্তব্য শেষে নরসিংদী জেলা হাসপাতাল প্রাঙ্গনে নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী ফায়ার সার্ভিস এর সহযোগিতায় অগ্নিনির্বাপক মহড়ার আয়োজন করে। এ মহড়ায় অগ্নিনির্বাপকের উপর বিভিন্ন প্রদর্শনী করা হয়। এখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো: নুরুল ইসলাম, সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম, নরসিংদী জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো: নোমান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন