রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়ে গেলো এসিআই মটরস এর উদ্যোগে সোনালিকা ডে-২০২১। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার এ সোনালিকা ডে-২০২১ এর উদ্বোধন পরে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন এসিআই মটরস এর সিনিয়র আর এস এম প্রশান্ত কুমার চক্রবতী, এসিট্যান্ট সার্ভিস ইঞ্জিনিয়ার রেদোয়ানুল ইসলাম, কর্মকতা সাইফুল ইসলাম, টিএম আলমগীর হোসেন, আর টি এম মোশারফ ােহসেন, সিনিয়র এ আর ও মনিরুল হাসান কবিরসহ অনেকে। অনুষ্ঠানে এসিআই মটরস এর সাথে জরিত সকলকে নিয়ে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন ছিলো।
Leave a Reply