সংবাদদাতা: অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর উদ্যোগে নরসিংদীতে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) নরসিংদী সদর উপজেলা হলরুমে দিনব্যাপী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া।
সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম ভূইয়া নরসিংদী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা মো: এনামুল হক নরসিংদী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ্য নাবিলা নুসরাত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগমসহ আরো অনেকে। ওকাপের জেলা ব্যবস্থাপক রতœা সরকার এর উপস্থাপনায় নিরাপদ অভিবাসন ব্যবস্থাপক বাবুল আহমেদ সভার মূল প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় উপজেলা সমাজ সেবা, মাধ্যমিক শিক্ষা, পরিসংখ্যান র্কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক বিদেশ ফেরত অভিবাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply