1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 25, 2024, 12:21 pm

ঘোড়াশালে প্রাণ গ্রুপের কারখানায় অগ্নিকান্ড, আহত ৫

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Wednesday, November 3, 2021
  • 363 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: ঘোড়াশালে প্রাণ-আরএফএল গ্রুপের একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নরসিংদীর পলাশের ঘোড়াশালে প্রাণ-আরএফএল গ্রুপের একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নম্বর ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. নুরুল ইসলাম। এ ঘটনায় পাঁচজন শ্রমিক আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ৬টার দিকে ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় আগুনের লেলিহান শিখা দেখতে পান শ্রমিকেরা। এ সময় প্রতিষ্ঠানটির নিজস্ব অগ্নিনির্বাপক দল আগুন নেভানোর চেষ্টা করে এবং দ্রুততম সময়ে কর্মরত শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়। অগ্নিকান্ড ভয়াবহ রূপ ধারণ করলে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পলাশ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। এরই মধ্যে নরসিংদীসহ আশপাশের আরও ৯টি ইউনিট এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় লোকজন ও কারখানাটির শ্রমিক বলেন, ভবনটির যে অংশে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে সে অংশে ফ্রোজেন ফুড তৈরি করা হত। সেখানকার তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মত। ওই তাপমাত্রায় শ্রমিকেরা সেখানে কাজ করছিলেন। সন্ধ্যার দিকে বিস্ফোরণের মত শব্দ শুনতে পান তাঁরা। এরপরই আগুনের ধোয়া ও লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখা যায়। এ সময় সব শ্রমিককে দ্রুত সরিয়ে নেওয়া হয়। তবে অগ্নিকান্ডের ঘটনায় পাঁচজন শ্রমিক আহত হয়েছেন।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, প্রাণ-আরএফএল গ্রুপের এই কারখানায় কয়েকটি ইউনিটে অনেক ধরনের পণ্য উৎপাদন করা হয়। এর মধ্যে ফ্রোজেন ফুডের ইউনিটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কারখানাটির ওই অংশের ডেকোরেশন ও কিছু মেশিনে আগুন লেগেছে। এ ঘটনায় কারখানাটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আহত ৫ জনকে কারখানার ভেতরেই মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক কোনো ত্রুটি থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। এটি তদন্তের পর বলা যাবে। তবে আমাদের ১২টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন