1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 25, 2024, 7:48 am

মনোহরদীতে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে ছেলে

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, November 22, 2021
  • 302 বার দেখা হয়েছে

মনোহরদী প্রতিনিধি: বাবা মারা গেছেন। চলছে লাশ দাফনের প্রস্তুতি। স্বজনেরা শোকে বিহ্বল। এমন অবস্থায় বাবার লাশ রেখে শরীফ আহমেদ নামের এক হতভাগা শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে।
রবিবার (২১ নভেম্বর) সকালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের শরীফ এভাবেই দাখিল পরীক্ষায় অংশ নিতে হলো।
স্বজনরা জানান, শনিবার সন্ধায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন শরীফ আহমেদের বাবা সুরুজ আলী (৫৫)। পরে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেন স্বজনরা। অবস্থার অবনতি দেখে রাতেই চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রবিবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সংবাদে বাড়িতে দেখা দেয় কান্নার মাতম। কান্নায় ভেঙে পড়েন শরীফ। তবে এ অবস্থাতেই বাবার লাশ রেখে সকাল ৯টার আগে চোখ মুছতে মুছতে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন তিনি। শরীফ শেখেরটেক দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী।
সহপাঠী আর স্বজনদের উৎসাহে চন্দনবাড়ী কামিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দিতে যায় সে।
তড়িঘড়ি করে পরীক্ষা শেষ করে বাড়িতে ফিরেন ওই শিক্ষার্থী। পরে দুপুর ২ঃ৩০ মিনিটে বাবার জানাজা সম্পন্ন হয়।
শেখেরটেক দাখিল মাদরাসার সুপার আব্দুর রব জানান, পরীক্ষার্থী শরীফের বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা মর্মাহত। বাবাকে হারানো যে কারও জন্য খুবই কষ্টদায়ক। তারপরও দাখিল পরীক্ষার্থী শরীফের বাবা হারানোর কষ্ট নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন