1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
December 7, 2023, 4:11 pm

শিবপুরে মাদক ও অসামাজিক কার্যকালাপে জড়িত থাকায় স্বামী স্ত্রীর পাল্টাপাল্টি মামলা

Reporter Name
  • Update Time : Monday, December 13, 2021
  • 356 Time View

 

সংবাদদাতা: নরসিংদী শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়নের বাড়ৈ আলগী গ্রামের মৃত ননী বিশ্বাস এর মেয়ে শিখা রানী (২৮)এর বিরুদ্ধে মামলা হয়। নরসিংদী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালত শিবপুর সিআর মামলা নং ৭২৪/২০২১ ইং। দঃবিঃ ৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ধারা। পরে মামলাটি তদন্ত করে এজাহার ভুক্ত করার জন্য শিবপুর মডেল থানা কে দায়িত্ব দেন বিজ্ঞা আদালত। মামলাটি তদন্ত করে শিবপুর মডেল থানা। এজাহার ভুক্ত মামলা নং ১৫ তাং: ২৬/১০/২১ / ঈ/ঝ ২৪৩। ধারা ৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০।

উল্লেখিত বিগত একি এলাকার স্বপন মিয়ার ৩ সন্তান কে প্রাইভেট পড়াতে দেন শিখা রানীর কাছে পরে বাড়িতে আসা যাওয়া মাধ্যমে স্বপন মিয়াকে বিয়ে করার জন্য আত্মহত্যার হুমকী দিয়ে জোরপূর্বক হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করে ১৯/০৬/ ২০১১ সালে বিয়ে করেন। তখন শিখা রানী এসএসসি পাস, স্বামীর সংসারে এইচএসসি ও ডিগ্রী পাস করে। সংসার জীবনে তাদের ৯ বছরের ১ ছেলে সন্তান রয়েছে এবং ১ মেয়ে সন্তান মারা যায়। ৭ বছর সংসার জীবন ভাল চলে আসছে। পরে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক এ চাকরী হলে শিখা রানী বিশ্বাস চলে যায় অন্ধকার জগতে। মাদক বিক্রি ও অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে এবং তার স্বামীকে তার মাদক ব্যবসায় সহযোগিতা করতে বলে। স্বামী বাধা দিলে বাড়ি থেকে ৯০ হাজার টাকা স্বর্ণলংকার, স্বামীর শিবপুর প্রাইম ব্যাংকে ৫ বছরের জমানো ডিপি এস এর প্রায় ৫ লক্ষ টাকা এবং ৯ বছরের ছেলে নিয়ে পালিয়ে যায়।

পরে খোঁজাখুঁজি করে না পেয়ে শিবপুর মডেল থানায় সাধারন ডায়েরী করেন তার স্বামী। জিডি নং ২৫০ তাং ০৬ ১০/২০২০ ইং। ৮ দিন পর নারায়নগঞ্জ থেকে শিখা রানীর চাচা বাসুর সহযোগিতায় ১ বাসা থেকে তাকে উদ্ধার করা হয় এবং স্বামীর বাড়িতে দিয়ে যান। আবার চাকুরীর পাশাপাশি মাদক ব্যবসায়, অসামাজিক কার্যকলাপ পরকীয়ায় জড়িত হয়। তার স্বামী বাধা দিলে তালাক চায় এবং স্বামী কে শিখা রানী বিশ্বাস ভাড়াটিয়া লোক দিয়ে খুন করার চেষ্টা করে। পরে স্থানীয় ভাবে ইউপি সদস্য কে নিয়ে বসে সি তালাকের মাধ্যমে লেনাদেনা বুঝিয়ে নিয়ে ৯ বছরের সন্তান কে স্বামীর বাড়িতে ফেলে ঘরে আসবাবপত্র নিয়ে চলে যায়।

নরসিংদীর কোন ভাড়া বাড়িতে থাকে কখনো হিন্দু কখনো মুসলিম পরিচয়ে। গত ০৬/০৯/২০২১ সোমবার বিকালে তালাকপ্রাপ্ত স্বামীর বাড়িতে ঢুকে রেখে যাওয়া ৯ বছরের সন্তান কে মারপিট করলে তার বাবা এগিয়ে আসলে লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্য মাথা আঘাত করলে হাত লেগে হাত ভেঙে যায়। বাড়ির লোকজনের সহযোগিতায় শিখা রানী পালিয়ে গিয়ে তার তালাকপ্রাপ্ত স্বামীর বিরুদ্ধে দালালদের সহযোগিতায় আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। পরে তালাকপ্রাপ্ত স্বামী হাসপাতালে চিকিৎসা নিয়ে শিখা রানীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category