শিবপুর থেকে সংবাদদাতা: নরসিংদী-৩ শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন। মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ক্ষমতায় আছেন বলেই মুক্তিযোদ্ধারা মর্যাদা পাচ্ছেন। তিনি মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করেছেন। তাছাড়া আবাসনের ব্যবস্থাসহ নানা সুযোগ সুবিধা দিতে কাজ করছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা অডিটরিয়ামে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে “রক্তঝড়া পুটিয়া রনাঙ্গণ” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্রুপ কমান্ডার শহীদ সাদেকের নেতৃত্বাধীন বীর মুক্তিযোদ্ধাবৃন্দের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা এ কে নাছিম আহমেদ হিরণ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেজগাঁও থানা যুদ্ধাহত কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, দুলালপুর ইউনিয়ন কমান্ডার রমিজ উদ্দিন, সাবেক সহকারী কমান্ডার বেলায়েত হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের কমান্ডারবৃন্দ। প্রধান অতিথি সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা আরো বলেন, আমি আমৃত্যু বীর মুক্তিযোদ্ধাদের পাশে থাকব। আসছে নতুন বছরের জানুয়ারী মাসে মুক্তিযোদ্ধাদের নিয়ে দিনব্যাপী একটি অনুষ্ঠান করবেন বলে ঘোষনা দেন তিনি।
Leave a Reply