এ এইচ আবিল: আগামী ৫ জানুয়ারী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি আধুনিক ডিজিটাল স্বপ্নময়ী ইউনিয়ন গড়তে জনগণের মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান মোহাম্মদ আশ্রাফুল শিকদার (ঝিনুক)। তিনি সাধারচর ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান প্রয়াত আ: রশীদ শিকদারের নাতি ও আ: সালাম শিকদারের সুযোগ্য সন্তান। তিনি ইউনিয়নবাসীর উদেশ্যে বলেন, আমি সাধারচর ইউনিয়নবাসীর সুখে-দু:খে পাশে থেকে স্বপ্নময়ী সমাজ গড়ার প্রত্যয় নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। সাধারচর ইউনিয়নের জনগণ শান্তি প্রিয় মানুষ তারা দাঙ্গা-হাঙ্গামা চায় না, তারা শান্তিতে বিশ্বাসী, সমাজে সবাই যাতে সম অধিকার ভোগ করতে পারে সে লক্ষ্যে ইউপি নির্বাচনে জনগণের মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছি। সমাজের অসহায় নিপীড়িত জনগণের আশার প্রদীপ হয়ে পাশে থেকে কাজ করার জন্য আমি নির্বাচনে অংশ নিয়েছি। সমাজের কেউ যাতে মামলা হামলা হয়রানীর শিকার না হয় সেটাই হবে আমার প্রধান লক্ষ্য ও উদেশ্য। সমাজের সকলে সুখে শান্তিতে থাকলে আমার ভালো থাকা হবে। ইউনিয়নের প্রতিটি গ্রামকে স্বপ্নগ্রামে রূপান্তরিত করতেই আমি স্বতন্ত্র টেলিফোন প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। জনগণকে সুখে-শান্তিতে রাখতে সমাজের প্রত্যেকটি মানুষকে ভালো রাখতে সমাজের কল্যাণে নিবেদিত হিসেবে কাজ করার ব্রত নিয়ে প্রার্থী হয়েছি। আমি সাধারচর ইউনিয়নকে কিছু দিতে এসেছি নিতে আসিনি। আমি আপনাদের সন্তান যতদিন বাঁচব ততদিন আপনাদের সন্তান হিসেবে বাঁচতে চাই। আমি প্রত্যেকটি ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছি যথেষ্ট সাড়াও পাচ্ছি তাদের একটি চাওয়া আমরা পরিবর্তন চাই। সেই পরিবর্তনকে বাস্তবে রূপ দিতে আপনাদের সহানুভূতি একটি মূল্যবান ভোটই আমার জয়ের পথের পাথেয়। ইউনিয়নবাসী আমার পাশে থাকলে এবং মূল্যবান ভোট দিলে আমার টেলিফোন প্রতীক বিজয় হবে ইনশাআল্লাহ্।
Leave a Reply