1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 23, 2024, 10:58 pm

নরসিংদী চেম্বারের উদ্যোগে মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধন এ সরকারের অধিনে শিল্পায়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে: শিল্পমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, January 3, 2022
  • 288 বার দেখা হয়েছে
smart

স্টাফ রিপোর্টার: শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় কোভিড কালেও যেভাবে কাজ করে যাচ্ছে তা বিশ্বের অনেক দেশও পারেনি। এই সরকারের আমলে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশে কোভিডকালেও শিল্প মালিকরা তাদের প্রতিষ্ঠান খোলা রেখে কর্মসংস্থান অব্যাহত রেখেছেন। যার ফলে বেকারত্ব গুছিয়ে মানুষ কর্ম করে তাদের রুটি রোজগার করতে পেরেছে।
মন্ত্রী আজ সকালে নরসিংদী চেম্বারের উদ্যোগে মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট আলী হোসেন শিশির এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা রাখেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, কোভিড হাসপাতালের আরএমও ডা: মিজানুর রহমান, সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূইয়া। মন্ত্রী বক্তব্য শেষে মেলায় স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন।
এ সময় নরসিংদী চেম্বারের সকল পরিচালক ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মাসব্যাপী বিজয় মেলায় বস্ত্র, মনোহারী, শিশুদের খেলনা, কাঠের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স পণ্যসহ দু’শতাধিক স্টল অংশগ্রহন করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন