তৌহিদুর রহমান : নরসিংদীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী কে গ্রেফতার করা হয়েছে। তার নিকট হতে ১২শ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আজ সোমবার ভোরে রায়পুরা থানার মহিষমাড়া এলাকার তার বসত বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী ওই এলাকার ইয়াবা কারবারী মাহাফুজ ভুইয়ার স্ত্রী লিপি বেগম (৩৫)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, গোপন সূত্রে জানতে পারি রায়পুরা থানাধীন মহিষমারা এলাকার মাহাফুজ ভুইয়া ইয়াবা বিক্রি করছে। সেই সংবাদের সূত্রে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় সে পালিয়ে গেলেও তার ঘরে থাকা স্ত্রীর নিকট হতে ১২ টি পলিথিনের প্যাকেটে ১২শ পিস ইয়াবা উদ্ধারের পর জব্দ করা হয়েছে। ইয়াবাসহ আটক, সরবরাহ ও বিক্রির অপরাধে আটককৃত লিপি ও তার স্বামী মাহাফুজের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও গ্রেফতারকৃত আসামি কে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply