1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 25, 2024, 5:29 pm

চাকরীর পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান শিল্পমন্ত্রীর

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, January 24, 2022
  • 297 বার দেখা হয়েছে

আমিনুল হক:
নরসিংদী জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বেলাব উপজেলার ৫ টি রাস্তার উন্নয়ন কাজ এবং ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্থকরণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সকালে বেলাব উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সে শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বেকার শিক্ষিত যুবকদের উদ্দেশ্যে বলেন, চাকরীর পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। এ সময় শিল্পমন্ত্রী বেলাব উপজেলার রাস্তাঘাট, শিক্ষাখাত ও অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরে আরো বলেন, বেলাব উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলা হিসাবে গড়ে তুলা হবে। খেলাধুলার জন্য এখানে মিনি স্টেডিয়াম করা হবে। বেলাবতে বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী প্রকৌশলী শামসুল হক ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনুর আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা মনিরুজ্জামান খাঁন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নব নির্বাচিত বেলাব ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফি, আমলাব ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হাসান ভূঁইয়া, নারায়নপুর ইউনিয়ন চেয়ারম্যান কাউসার কাজল প্রমূখ।
উল্লেখ্য যে, ভিত্তিপ্রস্থর স্থাপনকৃত ৫ টি রাস্তার মধ্যে উপজেলার বীর বাঘবের রেনু মেম্বারের বাড়ি হতে দক্ষিন ধুরু স্কুল রাস্তা, বেলাব বাজার হতে দুলালকান্দি রাস্তা, সীমানের গোপাট হতে চর লক্ষীপুর পর্যন্ত, চরউজিলাব হতে তানিয়া মেম্বারের বাড়ি পর্যন্ত, টান লক্ষিপুর নুরু ফকিরের মাজার হতে রঙ্গার বাড়ি পর্যন্ত এই ৫ টি রাস্তা মোট ৯ কোটি ২১ লক্ষ ২০ হাজার আটশ আটার টাকা ব্যয়ে নির্মিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন