মো: জসিম উদ্দিন: অনুষ্ঠিত হয়ে গেলো ঢাকা ইউনিভার্সিটি এসোসিয়েশন নরসিংদী‘র নব-গঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান। গত ৮ জানুয়ারী ২০২২ তারিখে নরসিংদী শহরের অরবিট রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে এ অভিষেক অনুষ্ঠিত হয়। নব-গঠিত এ কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবি ও ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র এডভোকেট শেখ সাখাওয়াৎ হোসেন বেদন এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু থেকে অত্যন্ত সুন্দরভাবে শেষ হয়। অনুষ্ঠানটি ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন প্রবীণ মধ্যবয়সী নবীন, ছাত্র-ছাত্রীদের এক মিলন মেলায় পরিণত হয়। এ সময় প্রত্যকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনের মধুর স্মৃতি মনে করেন। এরই মাঝে প্রথম পর্বে এ সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনকে ফুলের তোড়া দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানায় নব নগঠিত কার্যকরী কমিটির কর্মকর্তাগণ ও উপদেষ্টাদেরকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়। এছাড়া ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট এসোসিয়েশন নরসিংদীর প্রাক্তন ৭ জন প্রতিষ্ঠাতা সদস্যকে এ সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এদের নাম পূর্বের নিউজগুলোতে উল্লেখ করা হয়। এরই মাঝে অনুষ্ঠানে স্বেচ্ছায় উপস্থিত হয়ে এ অনুষ্ঠানের মর্যাদা বাড়িয়ে দেন নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি তাঁর বক্তৃতায় বলেন, আমি বড় কর্মকর্তা হওয়ার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিতে অনেক অনেক বেশী গর্ববোধ করি। এটাই আমার সবচেয়ে বড় পরিচয় মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার শেকড় তাই শেকড়ের টানেই এখানে ছুটে এসেছি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এ সংগঠনের পাশে থাকবো। এতো বড় কর্মকর্তা এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি অতিথির মঞ্চে আসন গ্রহণ করেননি। শুধু মাত্র এ সংগঠনের পক্ষ থেকে দেয়া ফুলের তোঁড়া গ্রহণ করেন। এতে করে এ কর্মকর্তার অনেকগুলো গুণাবলী ফুটে উঠেছে। প্রথমত তাঁর মাঝে ফুটে উঠেছে প্রাণের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর সস্মান ভালবাসা ও এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রবীণ ছাত্র ছাত্রীদের প্রতি শ্রদ্ধা ও নবীনদের প্রতি মমত্ববোধ। ফুটে উঠেছে তিনি একজন দেশ প্রেমিক, জীবন-সংগ্রামী, দায়িত্ববোধ, জ্ঞান পিপাসু এক ব্যক্তি। বক্তৃতায় তাঁর বাচনভঙ্গীতে ফুটে উঠেছে মুখে মৃদু হাসি এ মানুষটি অত্যন্ত বিনয়ী, বুদ্ধিমান, বন্ধুভাবাপন্ন, ধীরস্থির প্রচারবিমুখ মানবিক মূল্যবোধের একজন চমৎকার মানুষ। এমন মানুষ আজকাল খুব একটা মেলে না। তাঁর কাছ থেকে আজকের শিক্ষার্থীরা শিক্ষা নিলে আশা করি আল্লাহর রহমতে নতুন এক পৃথিবী গড়ে উঠবে। এ অনুষ্ঠানে তাঁর উপস্থিতি, বক্তৃতা ও ব্যবহার সবাইকে মুগ্ধ করেছে। এতে অনুষ্ঠানের ভাবমূর্তির উজ্জল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম আরো বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন প্রাক্তন প্রবীণ মধ্যবয়সী ও নবীন তাঁরা প্রত্যকেই যার যার অবস্থানে এখন সু-প্রতিষ্ঠিত। এ মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের নরসিংদীর সভাপতি ও প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সবুজ পাহাড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: গিয়াস উদ্দিন।
Leave a Reply