শিবপুর প্রতিনিধি: নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন বলেছেন, জনগনের সেবা নিশ্চিত করাই জনপ্রতিনিধিদের কাজ। কোন চেয়ারম্যান নিজেকে ওই ইউনিয়নের একক নেতা বা রাজা ভাবা ঠিক হবে না। কারণ আপনি জনগনের ভোটে নির্বাচিত হয়েছেন। ফলে জনগনের সেবা আপনাকে নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের সেবার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন।
তিনি রবিবার (৩০ জানুয়ারি) সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যকালে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো: শাহরুখ খান, থানার ওসি সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান ভুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান প্রমুখ।
Leave a Reply