1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 25, 2024, 9:13 am

শীত শেষে জমে উঠেছে মাধবদী মার্চেন্ট এসোসিয়েশন এর নির্বাচন যোগ্য প্রার্থী নির্বাচিত করতে ভোটাররা তৎপর

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Sunday, February 27, 2022
  • 306 বার দেখা হয়েছে

ফজলুল হক মিলন:
৫ মার্চ ২০২২ শনিবার প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি একটি বাজারের নির্বাচন হলেও নরসিংদীর রাজনীতিতে এর প্রভাব রয়েছে যথেষ্ঠ। কেবল নরসিংদী নয়; এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে সারাদেশের ব্যবসায়ী মহল। কেমন নেতৃত্ব আসছে মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনে। আর যারাইবা নির্বাচিত হবে তারাইবা কতটুকু ব্যাবসায়ীদের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে পারবে তাদের দূরদর্শী কাজ দিয়ে? ব্যবসাবান্ধব পরিবেশ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কতটুকু ভূমিকা পালন করবে এই নির্বাচিত প্রতিনধিরা?
তবে অনেকেই বলছে শীতের শেষে বসন্তের আগমনে যেমন গাছের কিছু পাতা ঝরে যায় ; তেমনি হয়তো কয়েকজন পুরনো মুখ ঝরে যেতে পারে, আবার বসন্তের নতুন কুঁড়ির মতো জেগে উঠা কিছু নতুন মুখ মাধবদী বাজারে গঠনমূলক উন্নয়ণে ভূমিকা রাখতে পারে।
মাধবদী একটি বৃহত্তম পাইকারী কাপড়ের বাজার। এই বাজারের আশপাশে ৫০০০ এর উপরে ছোট, বড়, মাঝারী শিল্প প্রতিষ্ঠান আছে। এসবের উৎপাদিত মালামাল, কাঁচামাল সব কিছুরই প্রক্রিয়াকরণ, বিপনন বাজারজাতকরণও এ বাজার কেন্দ্রিক হয়ে থাকে। তাই বরাবরের মতো এ নির্বাচনে ব্যাপক চাঞ্চল্য, উৎসাহ, উদ্দীপনা কাজ করে, আবার কেউ কেউ এটা কে মর্যাদার লড়াই হিসেবেও চিহ্নিত করে।
মাধবদী বাজার নিয়ে কথা বললে প্রথমে যে বিষয়টি আসে তা হলো আইন-শৃঙ্খলা। আইন-শৃঙ্খলা রক্ষায় মাধবদী মার্চেন্ট এসোসিয়েশন সব সময়ই তৎপর ছিলো। কিন্তু বাজার থেকে থানা সরে যাাওয়ায় এখানে নিদেন পক্ষে একটা পুলিশ ফাঁড়ি এখন সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে।
প্রতিনিয়ত মাধবদী বাজারে চুরি হচ্ছে এ ব্যাপারটায় ব্যাবসায়ীরা উৎকণ্ঠিত। সেদিকে তীক্ষè নজরদারীর আওতায় এনে পুরো বাজারকে সিসিটিভির আওতায় আনা এখন সময়ে দাবী। এ বিষয়গুলোর দিকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে নির্বাচিতদের।
মাধবদী বাজারে ৪০ টির উপরে ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং এর কাজ চলছে। প্রতিদিন শত কোটি টাকার লেনদেন হয়। এখানে ব্যাংক, ব্যাংকিং এর সাথে জড়িত সবার নিরাপত্তার কথা বিবেচনায় এনে আধুনিক মাধবদী গঠনে প্রতিটি নির্বাচিত ব্যাবসায়ী প্রতিনিধিত্বকারীর নিরলস দায়ীত্বশীল ভূমিকা রাখতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত মাধবদী গড়ে তুলতে হবে।
উল্লেখ্য মোট ৪ জোনে বিভক্ত মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশন এর নির্বাচন। মোট প্রার্থী ২৫ জন। ১ নং জোন থেকে ১১জন ২ জোন থেকে ২ জন, ৩ নং জোন থেকে ১ এবং ৪ নং জোন থেকে ১ জন নির্বাচিত হবে ব্যাবসায়ীদের ভোটে। ১ নং জোনে মোট ভোটার ১১৪৯, ২ নং জোনে ২৬৩, ৩ নং জোনে ৫৭ এবং ৪ নং জোনে ৬৬৬ ভোটার রয়েছে। অনারেবল সদস্য হিসেবে পৌরসভার নির্বাচিত মেয়র একজন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে। ইতোমধ্যেই মার্কাওয়ালা পোস্টারে ছেয়ে গেছে মাধবদী বাজার।
ভোটারদের আশা আকাঙ্খা যোগ্য, আদর্শবান ব্যাবসায়ী নেতা নির্বাচন করা। ৫ মার্চ জানা যাবে কারা আসছেন নির্বাচিত হয়ে। তব যারাই নির্বাচিত হোক আধুনিক মাধবদী বিনির্মাণ এখন সময়ের দাবী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন