1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 24, 2024, 4:11 pm

জনসচেতনতা বৃদ্ধিতে মনোহরদী থানা পুলিশের মসজিদ ভিত্তিক প্রচারণা

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Sunday, February 27, 2022
  • 325 বার দেখা হয়েছে

মোঃ ইমাম হোসেন রিপন:
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি সর্বস্তরের মানুষকে স্বাস্থ্য বিধি প্রতিপালন এবং টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ পুলিশিং সেবা, আইন-শৃংখলা পরিস্থিতি উন্নয়ন, মাদক, ইভটিজিং রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিও লক্ষ্যে মসজিদ ভিত্তিক প্রচারণা চালাচ্ছে মনোহরদী থানা পুলিশ। গত শুক্রবার জুম্মার খুৎবার পুর্বে নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমের দিকনির্দেশনায় একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজারে কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদেও উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আনিচুর রহমান। এসময় তিনি মুসল্লিদেও উদ্দেশ্যে রাখা বক্তব্যে করোনার ভয়াবহতার চিত্র তুলে ধওে সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। করোনার টিকা গ্রহণ না করলে সামাজিক বিভিন্ন সুযোগ সুবিধা ও বিদেশ গমনে বাধার সম্মুখীন হতে হবে। সরকার ২৬ ফেব্রুয়ারীর মধ্যে ১ কোটি ডোজ টিকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এজন্য সবাইকে টিকা গ্রহণ ও মাস্ক ব্যবহাওে নিশ্চিত করা এবং সাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। এছাড়াও তিনি আরও বলেন, থানায় পুলিশের সেবা নিতে কোন টাকা পয়সা লাগে না। পুলিশের সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছাতে প্রতি ইউনিয়নে বিট পুলিশিং সেবা চালু রয়েছে। চুরি, ডাকাতি রোধকল্পে সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। মসজিদে এ সময় মুসল্লিদের সাথে উপস্থিত ছিলেন একদুয়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন