হলধর দাস: বিশ্ব শান্তি ও সকল জীবের কল্যাণ এবং মুক্তির উদ্দেশ্যে প্রতিবছরের ন্যায় পলাশ উপজেলার ভিরিন্দা রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে শুক্রবার (২৫/২/২০২২)থেকে শুরু হয়েছে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও রাধা-গোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন-২০২২।
ভিরিন্দা রাধাকৃষ্ণ মন্দিরের সকল ভক্তবৃন্দ আয়োজিত এ সংকীতন চলবে আগামী মঙ্গলবার (২৯/২/২০২২) পর্যন্ত। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী গৌতম চন্দ্র মিত্র জানান, সংকীর্তনের ৮টি সম্প্রদায় এবং লীলাকীর্তনে ৩টি সম্প্রদায় নাম কীর্তনের জন্য নির্ধারণ করা হয়েছে। তারা পর্যায়ক্রমে হরিনাম কীর্তন পরিবেশন করছেন। প্রতিদিন শতশত ভক্ত কীর্তন উপভোগ করছেন। তিনি আরো জানান, আমরা প্রতিবছর নির্ধারিত সময়ে নাম কীর্তন পরিবেশন ছাড়াও আমাদের সাথে সম্পৃক্ত ভক্তবৃন্দ যারা ইতোমধ্যে গত এক বছরে প্রয়াত হয়েছেন যথাক্রমে রঞ্জিত চন্দ্র দাস, সমর চন্দ্র দে, পংকজ কুমার মিত্র, অটল বালা সিংহ, প্রবাসিনী বী, জ্যোতি রানী দে, শিলা রানী দে, রিতা রানী ভৌমিক, দীপ্তি মিত্র ও সজ্জা রানী ভৌমিক। তাদের আত্মার শান্তি কামনার্থেও আমরা নাম সংকীর্তনের আয়োজন করেছি এ বছর। তিনি সকলকে নাম সংকীর্তন উপভোগ করতে এবং প্রসাদ গ্রহণের জন্য আবেদন জানান।
Leave a Reply