1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 24, 2024, 5:36 pm

স্থানীয় নাগরিকদের সাথে মতবিনিময় ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Sunday, March 6, 2022
  • 267 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: শনিবার (৫ মার্চ ২০২২খ্রিঃ) জেলা পুলিশ, নরসিংদীর পঞ্চবটি বাজার পুলিশ ক্যাম্প এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম। এ উপলক্ষে করিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় নাগরিকদের সাথে মতবিনিময় ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সওগাতুল আলম, অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা।
সভায় বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম রোধ ও পরোয়ানাভূক্ত আসামীদের গ্রেফতারে জেলা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
নরসিংদী জেলায় বিট পুলিশিং এর মাধ্যমে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ, নরসিংদী। এ সময় মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বতোভাবে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুণর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকবৃন্দ, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন