1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
October 3, 2023, 12:11 am

মনোহরদীতে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি

Reporter Name
  • Update Time : Sunday, March 6, 2022
  • 211 Time View

মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে কার্যক্রম বন্ধ রেখে পূর্ণদিবস কর্ম বিরতি পালন করেছে কালেক্টরেট সহকারী সমিতি। বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমি অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কর্মরত সহকারীরা। সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে এই কর্মবিরতি।
কর্মসূচিতে অংশ নেওয়া কালেক্টরেট সহকারীরা জানান, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি দীর্ঘদিন থেকে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত অফিস সহকারীদের পদের নাম পরিবর্তন ও বেতন গ্রেড বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছে।
আন্দোলনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী গত বছরের ২৪ জানুয়ারি সহকারীদের প্রস্তাবিত পদের নাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণ প্রস্তাবটি অনুমোদন দেন। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে এখনো তা বাস্তবায়ন করা হচ্ছে না।
এ ব্যাপারে মনোহরদী উপজেলা ভূমি অফিসের নাজির মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মঙ্গলবার থেকে সারা দেশে বাংলাদেশ কাল্টেরেট সহকারী সমিতির ব্যানারে কর্মবিরতি পালন করছে কর্মচারীরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে আন্দোলন চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আসা মানুষজনকে সেবা না পেয়ে ফিরে যেতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category