ডেস্ক রিপোর্ট:
নরসিংদীর রায়পুরায় একই স্থানে সভা করাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রলীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে ৫টার দিকে উপজেলার বালুরমাঠ এলাকায় এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। পরে পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, খুন, গুম ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিসহ ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে রায়পুরার শ্রীরামপুর গরুর মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে রায়পুরা বিএনপি।
অন্যদিকে, ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সভা ডাকেন রায়পুরা ছাত্রলীগ। একই স্থানে দুইটি সভা ডাকার ফলে পার্শ্ববর্তী পূর্বপাড়া বালুর মাঠে সমাবেশ করার সিদান্ত নেয় রায়পুরা বিএনপি। সেই লক্ষ্যে বিকালে বালুর মাঠে লোকসমাগম হতে শুরু করেন। এরই মধ্যে ছাত্রলীগ নেতাদের একটি মিছিল বালুরমাঠ এলাকায় গিয়ে বিএনপির লোকজনের মুখোমুখি হয়ে পড়ে। ওই সময় ছাত্রলীগ নেতারা বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দেয়। পরে বিএনপির নেতারা সেখান থেকে সরে এসে রায়পুরা গোলচত্বর এলাকায় সমাবেশ করেন।
বিএনপির সমাবেশ বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশ্রাব উদ্দিন বকুল, রায়পুরা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপির সভাপতি ইদ্দিস আলী মুন্সিসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশ্রাব উদ্দিন বকুল বলেন, আমাদের পূর্ব নির্ধারিত সমাবেশে পুলিশ ও ছাত্রলীগ নেতারা পদে পদে বাধা দিয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা আমাদের উপর হামলার চেষ্টা চালিয়েছেন। আমারা সকল বাধা উপেক্ষ করে কেন্দ্র ঘোষিত অনুষ্ঠান সফল করেছি।
Leave a Reply