মাজেদুল ইসলাম: স্বপন (৫০), পিতা- খোকন মিয়া, গ্রাম- শেরপুর পশ্চিমপাড়া, রায়পুরা-নরসিংদী; তিনি একজন বিভাটেক ড্রাইভার। এলাকায় গাড়ী চালিয়ে যা পেতেন তা দিয়েই কোনরকমের সংসার চালিয়ে যেতেন তিনি। তার সংসারে স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। অর্থাভাবে দশম শ্রেণী পর্যন্ত পড়ানোর পর মেয়ে নাদিয়ার পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তিনি। এদিকে বিধি বাম। যাত্রীসহ চলন্ত অবস্থায় গত ২৫ সেপ্টেম্বর রবিবার রাধাগঞ্জ বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের সন্নিকটে তার বিভাটেক গাড়ীটি উল্টে গিয়ে তার ওপর পড়ে। এতে তার বাম ডানা ভেঙ্গে চুরমার হয়ে যায়। পাশ্ববর্তী ইয়াকুব মিয়ার সহায়তায় তিনি নরসিংদী জেনারেল ও ডেন্টাল হাসপাতালের ডাক্তার আওলাদ হোসেন রিপন এর মাধ্যমে চিকিৎসা নিয়েছেন। সহায়-সম্বলহীন দরিদ্র অসহায় বিভাটেক ড্রাইভার স্বপনের সুচিকিৎসার জন্য আরো ৭০ হাজার টাকার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। এমতাবস্থায় সুচিকিৎসার জন্য তিনি প্রশাসনসহ সমাজের দানশীল বিত্তশালী ব্যক্তিবর্গের আর্থিক সহায়তা প্রার্থনা করেছেন। একান্ত উপার্জনক্ষম ব্যক্তিটি পঙ্গুত্ববরণ করায় মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। মানুষ মানুষের জন্য। আসুন আমরা এগিয়ে আসি অসহায় স্বপনের সুচিকিৎসার্থে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে। আল্লাহ তার প্রতি সহায় হোন। বিকাশ নাম্বার ০১৭৪৯৯৩৪১৫১.
Leave a Reply