মোঃ জসিম উদ্দিন: মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তথ্য প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা তথ্য অফিস আয়োজিত ও নরসিংদী জেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর প্রতিনিধি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম ইবনুল হাসান ইভেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা তথ্য অফিসার মোঃ ওবাইদুল কবির মোল্লা। বক্তব্য রাখেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, সেক্টর কমান্ডার ফোরাম ৭১এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা সহকারী তথ্য অফিসার মোঃ সাইফুল ইসলাম।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইবনুল হাসান ইভেন বলেন, এ দেশ জনগনের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে স্বাধীন হয়েছে। কাজেই বীর মুক্তিযোদ্ধাদের চেতনায় আমরা উজ্জীবিত হয়ে কাজ করবো। আমরা মুক্তিযোদ্ধাদের মতো দেশ প্রেম নিয়ে এ দেশের উন্নয়নে কাজ করবো। আমরা বিনয়ী, ন¤্র, ভদ্র, সুশ্রী ও স্মার্টনেজ হবো। তা হলেই স্মার্ট বাংলাদেশ বিনির্মান সম্ভব।
Leave a Reply