1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 24, 2024, 4:17 am

রায়পুরায় প্রাথমিকে বৃত্তি পরীক্ষার্থী ১৯৮৫। শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Sunday, January 1, 2023
  • 220 বার দেখা হয়েছে

মাজেদুল ইসলাম
৩০ ডিসেম্বর শুক্রবার নরসিংদীর রায়পুরা উপজেলার প্রাথমিক পর্যায়ের ৩৩১টি বিদ্যালয়ের ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা-১২টা পর্যন্ত একদিনে বাংলা, ইংরেজী, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় রায়পুরা উপজেলার ৩৩১টি বিদ্যালয়ের ১৯৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তন্মধ্যে বালক ৭১০ জন এবং বালিকা ১২৭৫জন। পরীক্ষাকার্য সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে উপজেলা সদরে ৩টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। ৩টি কেন্দ্রে ৩ জন ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব, সহকারি কেন্দ্র সচিব ছাড়াও ১০১ জন কেন্দ্র পরিদর্শক দায়িত্ব পালন করবেন। শ্রীরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭৫ জন, সিরাজনগর এম.এ পালট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৬৭জন এবং রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৪৩ জন পরীক্ষার্থী এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন