1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
March 29, 2024, 10:57 am
সর্বশেষ সংবাদ
বিএটি বাংলাদেশের ৫১তম এজিএম অনুষ্ঠিত অসতর্ক পারাপারের সময় রেললাইনে পা দিতেই ট্রেনের ধাক্কায় মৃত্যু দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ করলেন আসাদুজ্জামান আসাদ মানুষের অধিকার আদায়ে রাজপথে থাকবো: ড.মঈন খান রায়পুরার বারৈচা বাসস্ট্যান্ড রোড যেন মরণ ফাঁদ সামান্য বৃষ্টিতে রাস্তা পুকুরে পরিণত মুক্তিযুদ্ধের অন্যতম বিরাঙ্গানাদের সম্মাণনার দাবী আপনার দৈনন্দিন জীবনকে আরও রঙিন করে তুলতে গ্যালাক্সি এ১৫ ৫জি পাওয়া যাবে দুর্দান্ত রঙ ও ডিজাইনে প্রাইস শুরু ৩১,২৯৯ টাকা থেকে! দেশের বাজারে ইনফিনিক্সের নোট ৪০ সিরিজ নবীনগরে পুকুর থেকে কচুরিপানা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু! চীনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নরসিংদীতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, January 9, 2023
  • 164 বার দেখা হয়েছে

হলধর দাস:
নরসিংদীতে সপ্তাহব্যাপী শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ রবিবার (৮ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোশিয়েশন এর আয়োজনে এবং নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক বাস্তবায়নে নরসিংদী মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এ যুব গেমস সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী মোরশেদ, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম ভূইয়া প্রমূখ।
প্রধান অতিথি বলেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সুস্থ্য দেহ মননে জাতিকে গড়ে তুলতেই আজকের এই আয়োজন। আমরা চাই অন্যান্য সকল ক্ষেত্রের মতো খেলাধুলায়ও বাংলাদেশ সাড়া বিশ্বে সেরা অবস্থানে থাকবে। আর আমরা চাই আপনারা যারা নরসিংদীতে ফুটবল খেলেন তারা ক্রিকেট দলের মতো সারা বাংলাদেশে অনন্য সাধারণ অবদান রাখবেন। সমাপনী দিনে ফুটবলে তরুণ-তরুণীদের দু’টি চূড়ান্ত প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।
প্রথম প্রতিযোগিতায় রায়পুরা উপজেলা তরুণী দল ১-০ গোলে নরসিংদী সদর উপজেলা তরুণী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন শতদল বালিকা উচ্চ বিদ্যালয় দলের পক্ষে একমাত্র গোলটি করে ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় অনামিকা।
অপরদিকে, তরুণ দলের ফুটবল প্রতিযোগিতায় পলাশ উপজেলা তরুণ দল ২–০ গোলে নরসিংদী সদর উপজেলা তরুণ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের পক্ষে দুটি গোল করেন যথাক্রমে ১০ জার্সি পরিহিত খেলোয়াড় সিফাত এবং ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় ফুয়াদ।
উল্লেখ্য, ২ জানুয়ারী থেকে ৮ জানুয়ারী পর্যরু জেলা পর্যায়ের যুব গেমসে নরসিংদী জেলার রায়পুরা, বেলাব, মনোহরদী, শিবপুর, পলাশ ও সদর উপজেলা থেকে এথলেটিক্স (একক), দাবা (একক), কারাতে (একক), তায়কোয়ানডো (একক), ভলিবল (দলগত), ফুটবল (দলগত)সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন