এম আর ওয়াসিম, ভৈরব :
কিশোরগঞ্জের ভৈরবে জুয়েলারী স্বর্ণ শিল্প সমিতির সভাপতি স্বপন দেবনাথের বাসায় দিন দুপুরে ডাকাতি ও তার সহধর্মিণীকে হত্যা চেষ্টায় জড়িত দুষ্কৃতকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক ঘন্টা কর্মবিরতী পালন করেছে স্বর্ণ ব্যবসায়ীরা। স্বর্ণ শিল্প সমিতির সভাপতি স্বপন দেবনাথের সভাপতিত্বে আজ শনিবার সকাল দশটার সময় ভৈরব বাজারের স্বর্ণপট্টি এলাকায় এ কর্মসুচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্বর্ণ ব্যবসায়ী কমল দেবনাথ, হিমাংশু দেবনদী, অমৃত লাল দাশ, শ্যামল দেবনাথ, পরিমল দেবনাথ, গোপাল দেবনাথ। এ সময় সকল দোকানপাট বন্ধ রেখে দোকান মালিকসহ দেড়শতাধিক ব্যবসায়ী অংশ গ্রহন করেন।
ভৈরব জুয়েলারী স্বর্ণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক হিমাংশ দেবনাথ বলেন, আমাদের সভাপতি স্বপন দেবনাথের বাসায় দিনের বেলায় ডাকাতি ও তার সহধর্মীনিকে হত্যা চেষ্টা ঘটনার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় আমাদের পূর্ব ঘোষিত মানববন্ধনের কর্মসুচি ছিল। সেটা ভৈরব থানার ওসি সাহেব ও ক্ষমতাসীন দলের নেতৃবৃন্ধের কথায় আমরা সেটা থেকে বিরত হয়ে এখন এক ঘন্টার কর্মবিরতি পালন করছি। স্বপন দেবনাথের বাসায় ডাকাতির ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারী, ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় স্বর্ণ ব্যবসায়ী স্বপন দেব নাথের বাসায় ডাকাতি ও তার সহধর্মিনীকে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে হত্যা চেষ্টা চালায় ডাকাত দল। ডাকাতরা তার বাসা থেকে নগত টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এ সময় স্বপন দেবনাথের স্হধর্মিনী চিৎকার করলে তাকে আঘাত করে ডাকাত দল পালিয়ে যায়।তখন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।তবে এখন পনর্যত কাওকে গ্রেফতার করতে পারিনি পুলিশ।
Leave a Reply