মোঃ জসিম উদ্দিন: মাত্র ৯ মাসে হিফজ সম্পন্ন করেছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মোহাম্মদ আল-ফাহিম। নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চন্দনপুর নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা থেকে মাত্র ৯ মাসে ফাহিম হাফেজ হয়েছেন। আল ফাহিম চন্দনপুর পূর্বপাড়া গ্রামের ফজলুল হক এর একমাত্র পুতু সন্তান। ফজলুল হক চন্দনপুর নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক। গতকাল শনিবার এ উপলক্ষে এ মাদ্রাসায় বিশেষ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে হাফেজ ফাহিমকে পাগড়ী প্রদান করেন খিরাটী মাদ্রাসার মুহতামিম আল্লামা আবদুস কাসেমী। উপস্থিত ছিলেন চন্দনপুর নুরানী হাফিজিয়া মাদরাসার মুহতামিম মুফতি শাহ মোঃ আবদুল্লাহসহ বহু আলেমওলামগণ।
পাগড়ী প্রদানের পর ফাহিমকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ফাহিম দৈনিক ইনকিলাবের মনোহরদী উপজেলা সংবাদদাতা ও দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার চীফ রিপোর্টার মোঃ জসিম উদ্দিনের আত্মীয়।
Leave a Reply