ডেস্ক রিপোর্ট:
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নরসিংদীতে ৮দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এ উপলক্ষে এক অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুম। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন ডাঃ নূরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি জি এম তালেব হোসেন, পৌরমেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান।
প্রধান অতিথির বক্তব্যে আবু নইম মোহাম্মদ মারুফ খান একুশে ফেব্রুয়ারির পটভূমি তুলে ধরে এর তাৎপর্য অনুধাবনে তরুণ প্রজন্মকে উৎসাহিত করেন এবং ব্যক্তিগত অভিজ্ঞতালব্ধ গল্পের আলোকে মাতৃভাষা চর্চার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি সকল বয়সের মানুষের বই পড়ার প্রয়োজনিয়তা তুলে ধরেন। সবাইকে বই কেনার আহবান জানান।
এর আগে অতিথিগণ বইমেলা প্রাঙ্গণে আর্ট গ্যালারি ও বই মেলা পরিদর্শন করেন, পরে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কালাম মাহমুদ রচিত “বাঙলা উচ্চারণের নিয়ম কানুন” নামে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন, বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও বাঁধনহারা থিয়েটার স্কুলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
এরপূর্বে বইমেলা প্রাঙ্গণে প্রাণতোষ আর্ট স্কুলের আর্ট গ্যালারি’র উদ্বোধন করেন আর বীরমুক্তি যোদ্ধা প্রফেসর কালাম মাহমুদ রচিত “বাঙলা উচ্চারণের নিয়ম কানুন” গ্রন্থটি বইপ্রেমী পাঠকদের মাঝে পরিচয় করিয়ে দেন।
আগামী ২৮ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সরকারিভাবে নেয়া বিভিন্ন কর্মসূচির সমাপ্তি ঘটবে।
Leave a Reply