আজমিরী সুলতানা:
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারী বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন। এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মনোহরদী উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগ সহ সকল অংগ সংগঠন সামাজিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে মনোহরদী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মনোহরদী উপজেলা প্রসাশনসহ বিভিন্ন সরকারী দপ্তর, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বিরু। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সহকারী কমিশনার (ভুমি) ইসরাত জাহান, অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দন, মনোহরদী পৌরসভার মেয়র মোঃ আমিনুর রশিদ সুজন সহ উপজেলার বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধানগণ।
মনোহরদী উপজেলা বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে ও তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply