আমিনুল হক
এএসআই গিয়াস উদ্দিন এর বদলি ও কনেস্টেবল হরিরতন দেবনাথ পিআরএলে যাওয়ায় তাদেরকে বিদায় সংর্বধনা দিয়েছে বেলাব থানা পুলিশ। গতকাল সন্ধায় অফিসার ইন্চার্জ এর কার্য্যালয়ে এ বিদায় সংর্বধনা দেওয়া হয়। বিদায় সংর্বধনা অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বেলাব থানা অফিসার ইন্চার্জ মোঃ তানভির আহামে¥দ। আরো বক্তব্য রাখেন ওসি তদন্ত ফরিদ উদ্দিন, এস আই ইমরান আহাম্দে, এ সময় উপস্থিত ছিলেন বেলাব থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply