1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 16, 2024, 9:31 pm
সর্বশেষ সংবাদ
ইন্ডিয়া আউট ক্যাম্পেইন এবং বাস্তবতা উপজেলা নির্বাচনে বিএনপি-জামায়াতের ৭০ নেতা এমপি রাজুর সাথে সৌজন্য সাক্ষাত করলেন নতুন ইউএনও রায়পুরায় ইউএনও রোজলিন শহিদ চৌধুরী’র পদোন্নতি জনিত বিদায় ও নতুন ইউএনওকে বরণ নরসিংদীতে মরা নদীর তীরে অষ্টমী স্নানে ভক্ত পূণ্যার্থীদের ঢল নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা চীনে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ অনুষ্ঠিত ঢাকাসহ দেশের তিন স্থানে সফলভাবে আয়োজিত হল দেশের সবচেয়ে বড় আলপনা উৎসব ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ কিশোরগঞ্জের মিঠামইনে আঁকা হচ্ছে দীর্ঘতম আলপনা বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ কালিয়াকৈরে ৫০ বছরের পুরনো রঘুনাথপুর বৈশাখী মেলা নরসিংদীতে কাভার্ড ভ্যান-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৪ জন নিহত

কুলিয়ারচরে কৌশলে ছোট ও বড় ভাইদের জমি নিজের নামে লিখে নিল প্রবাসী আসাদুজ্জামান

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Thursday, February 23, 2023
  • 192 বার দেখা হয়েছে

তানভীর আহমেদ:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গুবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের মালেক মিয়ার ছেলে জার্মান প্রবাসী আসাদুজ্জামান তিন ভাইকে ঠকিয়ে কৌশলে নিজের নামে জমি লিখে নেয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, আব্দুল মালেকের দলিল ও খারিজে মোট সম্পত্তি আছে ৩৩৫ শতাংশ, পাবে চার ছেলে, প্রথম ছেলে মৃত ফজলুল হক (লেবু) দ্বিতীয় ছেলে মৃত মোস্তাক আহমেদ (বেলু) তৃতীয় ছেলে আসাদুজ্জামান (জার্মান প্রবাসী) চতুর্থ ছেলে কবির আহমেদ। যা প্রতি ছেলে ৪৩.৭৫ শতাংশ পাবে। অথচ প্রবাসী আসাদুজ্জামান বৃদ্ধ মা ও বাবার কাছ থেকে কৌশলে বড় ভাইদের আংশিক ছোট ভাই কবির আহমেদের সব জায়গা লেখে নেই। বর্তমানে কবির আহমেদ তার পরিবার নিয়ে মানবতার জীবন যাপন করছে। শুধু তাই নয় ২০১৬ সালে ছোট ভাই কবির আহমেদকে জার্মান নেয়ার কথা বলে ছয় লক্ষ টাকা নেয়। সাত বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তাকে জার্মানি নেয়নি। ছয় লক্ষ টাকাও ফেরত দেয়নি ছোট ভাই কবিরকে। কবির আহমেদ জানান আমার বড় ভাই জার্মান প্রবাসী আসাদুজ্জামান বিভিন্নভাবে আমাকে ঠকিয়েছে। কিছুদিন পর পর প্রবাস থেকে এসে আমার বৃদ্ধ মা-বাবাকে ভুল বুঝিয়ে আমার জায়গা লিখে নেয়। শুধু তাই নয় আমার বসত বাড়ির জায়গাটুকুও লিখে নেয়। তাছাড়াও প্রবাসে নেয়ার কথা বলে আমার কাছ থেকে ছয় লক্ষ টাকা নেয়। এখনো প্রবাস যেতে পারিনি, টাকা চাইতে গেলে তাকে সে হুমকি দেয়। সব হারিয়ে আমি এখন নিঃস্ব। স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার বড় ভাই আসাদুজ্জামানের বিচার চাই। এ বিষয়ে আসাদুজ্জামানের সাথে কথা বলতে চাইলে তার মুঠো ফোন ধরে তার স্ত্রী। স্ত্রী জানান আসাদুজ্জামান ফোন ব্যবহার করে না বলে কেটে দেয়। এ ঘটনায় কবির আহমেদের স্ত্রী মোছাঃ শিরিন আক্তার বাদী হয়ে ১৯ ফেব্রুয়ারি রবিবার কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দেয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন অভিযোগ পেয়েছি খতিয়ে দেখব অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন