স্টাফ রিপোর্টার
প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এ স্লোগানের আলোকে নরসিংদীর রায়পুরায় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনামূলক প্রশিক্ষণ- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মোখলেছুর রহমান, সহকারী পরিচালক শিকদার মাহমুদ, হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: জাকির হোসেন মোল্লাসহ অনেকে। এই সময় যুবদের বিভিন্ন প্রকল্পে ১১ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply