স্টাফ রিপোর্টার: দুই বাংলার নন্দিত ভাষাবিদ নরসিংদীর কৃতি সন্তান অধ্যাপক কালাম মাহমুদকে হৃদয় উৎসারিত সংবর্ধনা জানিয়েছে নরসিংদীর বাতিঘর ও আলোকিত নরসিংদী নামে দুটি সংগঠন। শুক্রবার বিকেলে জেলার ইন্ডিপেন্ডেন্ট কলেজ হল রুমে সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, নরসিংদী বাতিঘরের সভাপতি মাজহারুল পারভেজ, দৈনিক গ্রামীণ দর্পণ এর সম্পাক কাজী আনোয়ার কামাল, পরিশীলন সম্পাদক আল মামুন রাসেল, হৃদয়ে আমার নরসিংদী’র পরিচালক সংগঠক সমাজসেবক রাসেল বিন হাসানাত, কবি মাহমুদা আঞ্জুমান, শিক্ষক সালমা পারভীন, প্রভাষক গোষ্ঠলাল দাস, এ্যাড. খন্দকার হালিম প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর মো. সিরাজ উদ্দিন ভূঁইয়া, কবি মহসিন খোন্দকার, গোষ্ঠলাল দাস, এ্যাড. খন্দকার হালিম, মো. তোফাজ্জল হোসেন, মাহমুদা আনজুমান, শাহরিন জাহান প্রমুখ।
আবৃত্তি করেন, সরকার ফাইজ উদ্দিন, মহসিন খোন্দকার, আলতাফ রানা, মাহমুদা আনজুমান, সুজানা, উমামা, আদিবা, পার্বতী দাস, তানসেন।
সঙ্গীত পরিবেশ করেন ঐশী, তানসেন, উমামা, মায়মুনা। পরিচালনা করেন আবুল হাসান খোকন। তবলায় ছিলেন নরোত্তম দাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যাপক কালাম মাহমুদের বাঙলা উচ্চারণের নিয়ম-কানুন শিরোনামে যে বইটি সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ও বাঙলা একাডেমী প্রাঙ্গণে একযুগে প্রকাশিত হয়েছে এতে আমরা গর্ববোধ করি।
অধ্যাপক কালাম মাহমুদকে ভাষাবিজ্ঞানী উল্লেখ করে বক্তারা আরো বলেন, বাঙলা ভাষাকে আরো সমৃদ্ধ করতে এবং পরবর্তী প্রজন্মকে বাঙলা ভাষার প্রতি আরো আকৃষ্ট করতে এ বই খুবই গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সকলের অনুভূতি প্রকাশের পর অধ্যাপক কালাম মাহমুদ আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, আমি অভিভূত। এ সম্বর্ধনা অনুষ্ঠানটি আমাকে আরো ভালো কিছু কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিশীলন সাহিত্য ও সংস্কৃতি সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও কবিতা আবৃতি করেন।
Leave a Reply