তানভীর আহমেদ:
নরসিংদীর মনোহরদীতে সরদার আছমত আলী মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত। ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ড. মোঃ নুরুল আলম এর সভাপতিত্বে ও প্রভাষক মোঃ মুকুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. সরদার শাখাওয়াত হোসেন বকুল বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য সোনিয়া হোসেন, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইয়াকুব আলী আওরঙ্গজেব।
আরো উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব ও গভর্নিং বডির সদস্য আমিনুর রহমান সরকার দোলন, গভর্নিং বডির সদস্য কামরুজ্জামান বকুল প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply